Home নাটোর সদর নাটোরে ট্রেনে কাটা পড়ে ২জনের মৃত্যু

নাটোরে ট্রেনে কাটা পড়ে ২জনের মৃত্যু

247
0
ট্রেনে কাটা পড়ে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সদর উপজেলা ও লালপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরের দিকে বরেন্দ্র এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঐ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানায়, সদর উপজেলার আমহাটি এলাকায় রেল ক্রসিংয়ের কাছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জুয়েল(২৬) নামে এক যুবক আত্মহত্যা করে। নিহত জুয়েল ওই এলাকার শাহজাহান মিয়ার ছেলে। পারিবারিক বিরোধ কে কেন্দ্র করে বেশ কয়েকদিন থেকে জুয়েল মানসিক ভাবে বিপর্যস্ত ছিল। সে সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের ইসলামপুর বাওড়া ব্রিজ এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আসকান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নাটোরের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, জিআরপি পুলিশ দুর্ঘটনার মরদেহ দুটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা হয়েছে, তারাই আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।

Previous articleলালপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
Next articleবাফার সার গোডাউন স্থানান্তরের প্রতিবাদে নলডাঙ্গায় মানববন্ধন বিক্ষোভ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here