
নিজস্ব প্রতিবেদক:
নাটোরে তারেক রহমানের ১৩ তম কারামুক্তি দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল দশটার দিকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সদস্য জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, পৌর বিএনপির সদস্যসচিব আহবায়ক ও জেলা যুবদল নেতা সাজ্জাদ হোসেন সোহাগ সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদল নেতা স্বপন শামীম হাসু, সহ-সভাপতি কামাল তিতাস, যুগ্ম সাধারণ সম্পাদক সহ জেলা-উপজেলা শহর যুবদলের নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সভা পরিচালনা করেন যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস।
