Home লালপুর নাটোরে দু’দিনে ইটভাটায় অভিযানে ৩৮লাখ টাকা জরিমানা

নাটোরে দু’দিনে ইটভাটায় অভিযানে ৩৮লাখ টাকা জরিমানা

104
0
ইটভাটা উচ্ছেদ
নাটোরের লালপুরে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩টি ইটভাটা মালিককে জরিমানা এবং একটি ইটভাটা গুঁড়িয়ে দেয়।

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে ৪টি ইট ভাটায় অভিযান চালিয়ে ৩টিতে ১৯ লাখ টাকা জরিমানা এবং একটি ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন নেসা আক্তারের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্য়ন্ত লালপুর উপজেলার মঞ্জিলপুকুর ও রসুলপুর এলাকায় অভিযান চালানো হয়।

এসময় আইন না মানায় ৩টি ইট ভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা এবং মোহরকয়া এলাকার একটি অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দেয়া হয়।

এরআগে মঙ্গলবার জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫টি ইটভাটা মালিককে ১৯লাখ টাকা জরিমানা এবং ৩টি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

এনিয়ে দু দিনের অভিযানে মোট ৮টি ইটভাটা মালিককে ৩৮লাখ টাকা জরিমানা এবং ৪টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হল।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নাটোর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলাম।

Previous articleনাটোরে হাটের জায়গা দখল করায় মামলা করলো আদালত
Next articleনাটোরে ভেজাল গুড় তৈরী করায় ৬জন ব্যবসায়ীকে ২লাখ ৬৪হাজার টাকা জরিমানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here