
নিজস্ব প্রতিবেদক:
নাটোরে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন জুয়েল নামে এক ডেকোরেটর কর্মি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনুসর রহমান জানান, সদর উপজেলার আগদিঘা গ্রামের ডেকোরেটর কর্মি জুয়েল সোমবার সন্ধ্যায় মোমিনপুর বাজার থেকে সাইকেলে বাড়ি ফেরার পথে রুয়েরভাগ ব্রীজের কাছে হামলার শিকার হয়।
হামলাকারীরা তাকে মারপিট করে রাস্তায় ফেলে রেখে সাইকেল নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে পরিবারের মাধ্যমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে মধ্যরাতে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
