
নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রোববার (১২ মার্চ) বিকেলে নাটোর দিঘাপতিয়া শিশু সদনে বালিকা শিশুদের নিয়ে কেক কাটা হয়। নাটোর ইউনাইটেড প্রেসক্লাব সভাপতি মো. রেজাউল করিম রেজার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক দেশ রূপান্তর’র জেলা প্রতিনিধি আব্দুল হাকিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বালিকা শিশু সদনের
সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর আধুনিক সদর হাসপাতালের সাবেক আরএমও ডাঃ আবুল কালাম আজাদ, প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন, মাছরাঙা টেলিভিশনের নাটোর প্রতিনিধি মাহবুব হোসেন, সাংবাদিক সুফি সান্টু, ঢাকা মেইলের নাটোর প্রতিনিধি মো. লিটন হোসেন লিমন,দেশ রুপান্তরের সিংড়া প্রতিনিধি মো. আবু জাফর সিদ্দিকী, সাংবাদিক শফিকুল ইসলাম, খন্দকার তানজিবুৃল আহমেদ, মেহেদী হাসান শাওন প্রমুখ।
