
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে নকল ড্রিকস উৎপাদন করায় শ্রাবনী আইসক্রীম ফ্যাক্টরীকে এক লাখ ৯০হাজার এবং ভেজাল গুড় উৎপাদন করায় কারকানা মালিককে ৬২হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় প্রায় দুই কেজি গুড় ও ৯’শ লিটার গুড় তৈরীর চিনিরি সিরাপ ধ্বংস করা হয়েছে।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন জানান, দীর্ঘ দিন ধরে জেলার লালপুর বাজারে শ্রাবনী আইসক্রীম ফ্যাক্টরী, সুনাম ধন্য প্রাণ কোম্পানীর শিশুদের কোমল পানীয় আইসক্রীম রোবো ড্রিক্সসের ট্রেড মার্ক নকল করে উৎপাদন করে আসছিল।
পরে গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র্যাব যৌথ অভিযান পরিচালনা করে। এসময় আইসক্রীম ফ্যাক্টরীর মালিক কোরবান আলী কে এক লাখ ৯০হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।
অপরদিকে, বড়াইগ্রামের আটঘরিয়া ও ভবানীপুর গ্রামে জনস্বাস্থ্যর জন্য ক্ষতিকর চুন, ফিটকিরি, ফেব্রিক্স কালার ও সোডা মিশ্রিত করে ভেজাল গুড় তৈরীর অপরাধে তিনজনকে ৬২হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভেজাল গুড়, ভেজাল চিনির সিরাপ সহ অন্যান্যে উপকরন জব্দ করে ধ্বংস করা হয়।
