
নিজস্ব প্রতিবেদক:
নাটোরে নানা আয়োজনে মধ্যে দিয়ে পালিত হচ্ছে শেখ রাসেল দিবস। সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শামীম আহেমদ, পুলিশ সুপার সাইফুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা।
পরে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে কেক কেটে এবং আলোচনা সভার মধ্যে দিয়ে শেখ রাসেল দিবস পালন করা হয়।
অপরদিকে, নাটোর জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, পুষ্পস্তবক অর্পন এবং মোনাজাতের মধ্যে দিয়ে দিবস পালন করে জেলা আওয়ামীলীগ।
