Home নাটোর সদর নাটোরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নাটোরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

47
0
পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নাটোর শহরের উত্তর বড়গাছা এলাকায় ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের উত্তর বড়গাছা জলারপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে, উত্তর বড়গাছা জলারপাড় এলাকার শিমুল হোসেনের মেয়ে নোভা আক্তার (৮) ও সম্রাট (৭)।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, বৃহস্পতিবার দুপুর ১২ টায় বাসায় খেলাধুলা করছিল সহোদর ওই দুই ভাই বোন। মা রিতা বেগম রান্না শেষে বাচ্চাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে দুপুরে তাদের সন্ধানের জন্য শহরে মাইকিং করা হয়।

বিকাল ৫ টার দিকে বাসার পাশের ডোবায় তাদের লাশ ভেসে উঠে। পরে প্রতিবেশীরা এসে তাদের লাশ উদ্ধার করে।

এদিকে, পানিতে ডুবে ভাই বোনের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহম্মেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Previous articleসিংড়ায় প্রতিবন্ধি শিশু ধর্ষণ মামলায় দু’ যুবককে আটকাদেশ
Next articleবাপের হত্যাকারীর ফাঁসির দাবীতে রাজপথে জীবনের ছোট্ট শিশু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here