
নিজস্ব প্রতিবেদক:
বর্নাঢ্য র্যালির মধ্যে দিয়ে নাটোরে পালন করা হয়েছে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী।
সকালে শহরের হাফরাস্তা এলাকা থেকে একটি র্যালি বের করে যুবদলের নেতা কর্মিরা।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আলাইপুরে দলের অস্থায়ি কার্যালয়ে এসে শেষে হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ উপজেলার নেতাকর্মিরা।
এর আগে কার্যালয়ের সামনে জাতিয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজসহ নেতাকর্মিরা।
