
নিজস্ব প্রতিবেদক:
বর্নাঢ্য শোভাযাত্রা আর কেক কাটার মধ্যে দিয়ে নাটোরে পালিত হল উত্তরা গণভবন ঘোষণার ৫০বছর পূর্তি।
বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে গণভবনের মুল প্যালেসের সামনে কেক কেটে উদযাপন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধিরা।
পরে বেলা ১১টায় স্থানীয় দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে উত্তরা গণভবনের মুল ফটক থেকে ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুল ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে কেক কাটের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। এসময় ইউপি সদস্যরা এবং স্বেচ্ছাসেবি সংগঠন খোলা জানালার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৭২সালের ৯ফেব্রুয়ারী নাটোরে এক সফরে এসে তৎকালীন দিঘাপতিয়া রাজবাড়ি বা গর্ভনর হাউজকে উত্তরা গণভবনের নামকরন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
