
নিজস্ব প্রতিবেদক:
ধর্মীয় ভাবগম্ভীর্য এবং বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে নাটোরে পালিত হয়েছে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী।
দুপুরে নাটোরের হরিশপুর পুলিশ লাইন্স এলাকা থেকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ লাইন্সের সামনে গিয়ে শেষ হয়।
এরআগে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।
