Home শিরোনাম নাটোরে পায়ুপথে ১০ লাখ টাকার হেরোইন!

নাটোরে পায়ুপথে ১০ লাখ টাকার হেরোইন!

185
0
পায়ুপথে হেরোইন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পাযুুপথে ১০লাখ টাকার হেরোইন লুকিয়ে নিয়ে পাচারের সময় ইব্রাহিম হোসেন নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। রবিবার দুপুরে নাটোর র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

নাটোর ক্যাম্পের উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি দল বাগাতিপাড়া উপজেলার বড়াল ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করা অবস্থায় ইব্রাহিম হোসেন নামে এক যুবককে আটক করে তারা।

এসময় র‌্যাবের জিজ্ঞাসাবাদে কালো রঙের কসটেপ পেঁচিয়ে বিশেষ কায়দায় পায়ু পথে ৯৬ গ্রাম হেরোইন পাচার করার কথা স্বীকার করে মাদক ব্যবসায়ী ইব্রাহিম। পরে এক্সরের মাধ্যমে হেরোইন সনাক্ত করার পর তার কাছ থেকে হেরোইনগুলো জব্দ করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্যে ১০লাখ টাকা বলে জানায় র‌্যাব।

এছাড়া এরআগেও একই কায়দায় হেরোইন পরিবহন করার কথা স্বীকার করেন ইব্রাহিম হোসেন। আটক ইব্রাহিম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাজিহাটা এলাকার হাবিবুর রহমানের ছেলে।

Previous articleনাটোরে মঞ্চস্থ হলো গণহত্যার নাট্যরুপ ‘শহীদ সাগর’
Next articleছুরিকাঘাত করে ভিক্ষুকের টাকা ছিনতাই!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here