
নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী সহ দু’জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে জেলার গুরুদাসপুর এবং নলডাঙ্গায় এই পৃথক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নাটোর থেকে একটি পিকআপ ভ্যান মহিষ নিয়ে ঢাকা যাচ্ছিল। এসময় নাটোর-ঢাকা মহাসড়কের আইড়মারী ব্রিজের পাশে জরিনা বেগম নামে এক নারী দাঁড়িয়ে ছিলেন। এসময় পিকআপটি ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে জরিনা বেগমের শরীরের ওপর পরে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জরিনা বেগমের মৃত্যু হয়। নিহত জরিনা বেগম শিধুলী গ্রামের তাজের আলী ফকিরের স্ত্রী।
অপরদিকে, জেলার নলডাঙ্গা উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আলিমদ্দিন নামে এক পথচারীকে মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আলিমদ্দিন নলডাঙ্গার সোনাপাতিল এলাকার সুকচান আলীর ছেলে।
