Home জেলা সংবাদ নাটোরে পৃথক সড়ক দূর্ঘটনায় মুক্তিযোদ্ধা সহ দুইজন নিহত

নাটোরে পৃথক সড়ক দূর্ঘটনায় মুক্তিযোদ্ধা সহ দুইজন নিহত

230
0
সড়ক দূর্ঘটনা নিহত ২

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরে পৃথক সড়ক দূর্ঘটনায় মুক্তিযোদ্ধা সহ দুইজন নিহত হয়েছে। সোমবার সদর উপজেলার আহমেদপুর ব্রিজ সংলগ্ন এবং নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে, অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে এবং কাদিম সাথুরিয়া গ্রামের রুহুল আমিন ব্যাপারীর ছেলে নুর মোহাম্মদ।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, নাটোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ড্রাম ট্রাক চলন্ত মোটরসাইকেলে আঘাত হানলে ঘটনাস্থলেই যুবকটি নিহত হয় ও গুরুতর অবস্থা একজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর সদর উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয় ।

অপরদিকে, বড়াইগ্রামের জে আর পরিবহন বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মুক্তিযোদ্ধা আব্দুস সালামে মৃত্যু হয়। দুপুরে নাটোর-পাবনা মহাসড়কে গড়মাটি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। মেহেরপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী জে আর পরিবহন বাসটি পিছন থেকে এসে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়, এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Previous articleজলাবদ্ধতা নিরসন করল ইউএনও: ফসল পেল ৫বিলের কৃষকরা
Next articleবিদ্যুৎ বিভাগের সিদ্ধান্তকে উপেক্ষা: বিলের বিলম্ব ফি নেয়ার অভিযোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here