
নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পৃথক সড়ক দূর্ঘটনায় রুমি (১০) নামে প্রতিবন্ধী এক শিশু এবং নয়ন কুমার মহন্ত (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাকশোর গ্রামে এবং সন্ধ্যায় নাটোর- বগুড়া সড়কের চৌগ্রাম এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা ফরিদুল ইসলাম ও এলাকাবাসী জানায়, মা মারা যাওয়ার পর থেকে প্রতিবন্ধী শিশু রুমি তার নানি শামসুন্নাহারের বাড়ীতেই থাকতো। সকাল দশটার দিকে রুমি পার্শ্ববর্তী বাকশোর গ্রামে একটি বাড়ীতে খেতে যায়। খাওয়া-দাওয়া শেষে রাস্তায় বের হয়ে আসলে দ্রুতগামী একটি মাটিবাহী ট্রলি তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এলাকাবাসি ট্রলিটি আটক করলেও ট্রলির চালক পালিয়ে যেতে সমর্থ হয়। নিহত রুমি সিংড়া উপজেলার খেজুরতলা এলাকার চাতাল শ্রমিক মানিকের মেয়ে।
অপরদিকে, নাটোরের সিংড়ায় সড়ক দূর্ঘটনায় নয়ন কুমার মহন্ত (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে উপজেলার পাকুরিয়া কালাইকুড়ি গ্রামের অজিত মহন্তের পুত্র।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-ই-আলম জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে সিংড়া উপজেলা নাটোর- বগুড়া মহাসড়কের চৌগ্রাম লাল ব্রীজ এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে গুরুত্বর আহত হয় নয়ন কুমার মহন্ত। পরে আশঙ্কাজনক অবস্থায় রামেকে ভর্তি করা হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
