
নিজস্ব প্রতিবেদক
পেঁয়াজের বাজার অস্বাভাবিক বৃদ্ধি রোধ করতে নাটোরে পুলিশ এবং জেলা প্রশাসনের অভিযানের পর পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছে পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা। এতে করে পেঁয়াজ শূণ্য হয়ে পড়েছে বাজার। অনেকে বেশি দামে কিনে মজুদ রেখে পেঁয়াজ বিক্রি না বলে অভিযোগ রয়েছে।
তবে ব্যবসায়ীদের অভিযোগ, বেশি দামে পেঁয়াজ কিনে, কমদামে বিক্রি করলে তাদের লোকসান হবে। এজন্য পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছে তারা।
মঙ্গলবার (১৯শে নভেম্বর)সকালে থেকে নাটোর শহরের প্রধান তিনটি বাজার নীচাবাজার কাঁচাবাজার, রেলস্টেশন কাঁচাবাজার ও মাদ্রসা কাঁচাবাজারে পেঁয়াজ কেনাবেচা সম্পূর্ণ বন্ধ রয়েছে।
সকালেই নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর শহরের মাদ্রাসা বাজারে অভিযান পরিচালনা করে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০হাজার টাকা জরিমানা করেন। অভিযানের পর থেকেই পেঁয়াজ বিক্রি বন্ধ করে দেন পাশ্ববর্তী বাজারগুলোর খুচরা ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসন মজুদদারদের না ধরে খুচরা ব্যবসায়ীদের জরিমানা করছে। তাছাড়া বেশি দামে পেঁয়াজ কিনে, কমদামে বিক্রি করলে তাদের লোকসান গুনতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, কৃত্তিম সংকট সৃষ্টি মাধ্যমে পেঁয়াজের মূল্যবৃদ্ধি না করার জন্য বারবার সতর্ক করার পর আজ জরিমানা করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল সোমবার (১৮ই নভেম্বর) বিভিন্ন কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের সতর্ক করেছিলো জেলা পুলিশ। পরদিন আজ উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলো পেঁয়াজের বাজারে।
