
নাটোর: নিরাপদ ও কেমিকেলমুক্ত আম বাজারজাত করার লক্ষে ম্যাঙ্গ ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে নাটোরে শুরু হয়েছে প্রসিদ্ধ জাতের আম সংগ্রহ কার্যক্রম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে গুরুদাসপুর উপজেলার কোলাকান্তনগর এলাকার একটি আম বাগানে এই কার্যক্রমের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা।
এসময় আম সংগ্রহ অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায় সহ আম ব্যবসায়ী ও আড়ত মালিক সহ অন্যরা উপস্থিত ছিলেন।
এরআগে গত ৭মে ম্যাঙ্গ ক্যালেন্ডার প্রকাশ করে জেলা প্রশাসন। ম্যাঙ্গ ক্যালেন্ডার অনুযায়ী আজ ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রাণী পছন্দ ও লক্ষনভোগ, ৩০ মে থেকে ক্ষিরসাপাত, ১০ জুন থেকে ল্যাংড়া, ২০ জুন থেকে মোহনভোগ ও আম্রপালি, ২৫ জুন থেকে ফজলী ও হাড়িভাঙ্গা, ৫ জুলাই থেকে মল্লিকা, ১০ জুলাই থেকে বারি-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা এবং ২০ আগষ্ট থেকে গৌড়মতি আম গাছ থেকে সংগ্রহ করা যাবে।
এই বছর নাটোর জেলায় ৫ হাজার ৭৪৭ হেক্টর আম বাগান থেকে ৮০ হাজার ৪০০ টন আম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারনের পাশাপাশি সব মিলিয়ে ৭৫০কোটি টাকার ব্যবসা হওয়ার আশা কৃষি বিভাগের।
