
নিজস্ব প্রতিবেদক
নাটোরে প্রাক-বড়দিন ও উপহার বিতরণ করা হয়েছে। উত্তর বঙ্গ শিশু প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁদপুরে প্রকল্পের অফিসে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য রত্না আহমেদ।
এসময় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের সভাপতি মিঃ ষষ্টি পাহাড়িয়া’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ৬নং কাফুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস হোসেন, এ কে সি এম হাসপাতালের সুপারেন্টেড ডাঃ রাজিব উল ইসলাম, সোনালী ব্যাংকের এজিএম ফারুক হাসান সহ অন্যান্যেরা।
অনুষ্ঠানে বড় দিন উপলক্ষে কেক কাটার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
