
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় ও বড়াইগ্রামে বজ্রপাতে নারী সহ দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে সেলিম নামে অপর কৃষক।
নিহতরা হচ্ছে, উপজেলার সুকাশ ইউনিয়নের তালঘড়িয়া গ্রামের বাসিন্দা ফাতেমা বেগম (২৮) এবং উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আলহাজ হোসেন আলীর ছেলে বেলাল মিয়াজী (৪৫)।
সিংড়ার ইউপি সদস্য আক্কাস আলী জানান, মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়। দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ির হাঁস চড়াতে বাইরে যায় ফাতেমা বেগম। হাঁস নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তিনি নিহত হন। পরে বাড়ির লোকজন খোঁজাখুজি করে মাঠে পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
অপরদিকে, বড়াইগ্রামে বজ্রপাতে বেলাল মিয়াজী (৪৫)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন সেলিম নামের আরো
একজন কৃষক। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ভবানীপুর বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে ভবানীপুর বিলে ধানের জমিতে কাজ করছিলো বেলাল। পাশের জমিতে সেলিমও কাজ করছিল। এসময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বেলালের, আর আহত হয় সেলিম। পরে তাকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
