Home কৃষি নাটোরে বজ্রপাত ঠেকাতে ১হাজার তাল বীজ রোপন

নাটোরে বজ্রপাত ঠেকাতে ১হাজার তাল বীজ রোপন

422
0

নিজস্ব প্রতিবেদক
বজ্রপাত ঠেকাতে নাটোরের গ্রামীণ রাস্তার উভয় পাশে এক কিলোমিটার অংশ জুড়ে এক হাজার তাল বীজ রোপন করা হচ্ছে।

সোমবার দুপুওে নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষীকোল এলাকায় শিক্ষা উন্নয়ন বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাইফ লং ইন্সপাইরেশান ফর এডুকেশান (লাইফ)’ এর আয়োজনে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. কামাল হোসেন।

এসময় রাজশাহীর জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, নাটোর জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, ‘লাইফ’ এর উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সভাপতি ওবায়দুর রহমান, সহ সভাপতি ডা. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান টুটুলসহ স্থানীয়রা।

কর্মসূচীর আওতায় ঠাকুর লক্ষীকোল-পাটুল এবং বালটি বটতলা-বৈরাগীমারা সড়কে মোট এক হাজার তাল বীজ রোপন করা হবে বলে জানিয়েছেন লাইফের সভাপতি ওবায়দুর রহমান।

Previous articleনাটোরে সততা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের দ্বিতীয় শাখার উদ্বোধন
Next articleনাটোরে বজ্রপাত ঠেকাতে ১হাজার তাল বীজ রোপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here