
নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে বদলিজনিত দুই অফিসারকে বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা রড, সিমেন্ট ও ঢেউটিন এ্যাসোসিয়েশন।
রোববার স্থানীয় আরোবি কম্পিউটার্সে ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয় বিএসআরএম (রড) এর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আসাদুজ্জামান নুর এবং ক্রাউন সিমেন্টের টেরিটরি অফিসার ফারুক হোসেনকে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তানবীর হাসান (আবুল খায়ের ঢেউটিন), মামুনুর রশিদ, মাসুদ মোল্লা,একরামুল ইসলাম (প্রিমিয়ার সিমেন্ট), হাসিবুল ইসলাম, পাভেল হাসান (সেভেন রিংস্ সিমেন্ট), সিরাজুল ইসলাম (ক্রাউন সিমেন্ট), নাজমুল হোসেন, আলমগীর হোসেন (মেঘনা সেম ডিলাক্স), মফিউজ্জামান টিটু, রকি সরকার (ইনসি সিমেন্ট), রিপন সরকার, সজিব হোসেন, ইসরাইল (ফ্রেশ সিমেন্ট), জুবায়ের আলম, (আবুল খায়ের রড), রুহুল আমিন (মেট্রোসেম ইস্পাত), আল-আমিন (মীর সিমেন্ট)।
