Home কৃষি নাটোরে বন্ধ চিনিকল চালুর দাবিতে মানববন্ধন

নাটোরে বন্ধ চিনিকল চালুর দাবিতে মানববন্ধন

218
0
সুগার মিল শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
দেশের ৬টি চিনিকল বন্ধের সরকারী সিদ্ধান্ত বাতিল করে পুনরায় চালু করা ও কৃষক এবং শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধের দাবীতে নাটোরে মানববন্ধন করেছে আখচাষি সমিতি, আখচাষী ফেডারেশন ও নাটোর চিনিকলের শ্রমিক কর্মচারীরা।

দুপুরে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচী পালন করে তারা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখনে, চিনিকল কর্মচারী মিজানুর রহমান মিজান, আখ চাষী নেতা সাইফুল ইসলাম,মাহবুবুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বন্ধ থাকা ৬টি মিল চালু করার দাবী করে বলেন, এই সব মিলের আখ পাশের মিলগুলোতে সরবরাহ করতে অতিরিক্ত পরিবহন খরচের কারণে সেগুলোও লোকসানে পড়বে। এতে সেই মিলগুলোও ভবিষ্যতে বন্ধের চক্রান্ত করা হচ্ছে। তাই এটা হতে দেয়া হবে না।

দ্রুত চিনিকল চালু করে আখ চাষীদেরসহ শ্রমিক-কর্মচারীর পাওনা পরিশোধের দ্রুত ব্যবস্থা নিতে হবে। মিল বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহারসহ কৃষক ও শ্রমিকদের দাবি মেনে নেওয়া না হলে রেলপথ সড়কপথ অবরোধ সহ নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও প্রতিবাদ সমাবেশ থেকে হুমকি প্রদান করা হয়।

Previous articleবড়াইগ্রামে ভেজাল ওষুধ কারখানায় অভিযান: কারাদন্ড ও জরিমানা
Next articleসিংড়ায় নৌকার কর্মীকে হুমকি : আ’লীগের প্রতিবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here