Home নাটোর সদর নাটোরে বাসস্থানের দাবিতে ছিন্নমূলদের মানববন্ধন

নাটোরে বাসস্থানের দাবিতে ছিন্নমূলদের মানববন্ধন

217
0
গণপূর্ত কোয়াটারে ছিন্নমুলদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
নাটোর শহরের হাফরাস্তা এলাকার গণপূর্ত অধিদপ্তরের পরিত্যক্ত কোয়াটারে ২৪ বছরের অধিককাল ধরে বসবাসকারী ৩৪টি দিনমজুর ছিন্নমূল পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার বাসস্থান প্রদান করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের প্রধান সড়কের হাফরাস্তা ঘণ্টাব্যাপী মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ সাফাতুল্লাহ , মনির হোসেন ,মিশর বেগম ,নাহার বেওয়া ,মনির হোসেন,শাহিনুর বেগম,রোখসানা আরা ।

বক্তারা বলেন, ১৯৯৬ সাল থেকে নাটোর শহরের হাফরাস্তা এলাকায় অবস্থিত গণপূর্ত অধিদপ্তরের কোয়াটার্রে ৩৪টি দিনমজুর ও ছিন্নমূল পরিবার বসবাস করে আসছে ।

সম্প্রতি সেখানে মডেল মসজিদ এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলে উচ্ছেদ আতংকে ভুগছে সেখানকার বাসিন্দারা। আমরা ৩৪ টি পরিবারের প্রায় দুই শতাধিক মানুষ এখন দিশেহারা হয়ে আছি। সরকারের কাছে আকুল আবেদন আমাদের পূর্ণবাসনের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হোক ।

Previous articleসিংড়ার খাজুরা ইউপি নির্বাচনে নৌকা চান আ’লীগ নেতা মুকুল হোসেন
Next articleলালপুরে ফসলি জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here