Home নাটোর সদর নাটোরে বিএনপির আফতাব’ কে গুলি (ভিডিও সহ)

নাটোরে বিএনপির আফতাব’ কে গুলি (ভিডিও সহ)

215
0

নাটোরে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম আফতাবকে গুলি করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা।

বর্তমানে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু।

জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে স্টেশন বাজার এলাকার নিজ বাড়ি থেকে সাইফুল ইসলাম আফতাব বের হচ্ছিলেন। এসময় ৮ থেকে ১০ টি মটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তাকে গুলি করে।

তিনি গুলিবিদ্ধ হয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ডাক্তাররা তার অপারেশনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।

এব্যাপারে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসমাম রমজান বলেন, আওয়ামী লীগের কোন নেতা-কর্মীরা এই ঘটনা ঘটায়নি। জেলা আওয়ামীলীগ শন্তি সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচী শান্তিপূর্ণ ভাবে পালন করছে।

এবিষয়ে নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ‘ঘটনাটি শুনেছি।

Previous articleকথা সাহিত্যিক ডা. জাকির তালুকদারকে সংবর্ধনা প্রদান
Next articleহরতালে বাস শূন্য মহাসড়ক, লাঠি-সোটা নিয়ে আ’লীগের অবস্থান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here