Home শিরোনাম নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ

নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ

92
0
আ’লীগ মিছিল

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। সকালে শহরের কান্দিভিটুয়া জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ করে আওয়ামী লীগ।

এতে সমাবেশে বক্তব্য রাখেন, নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা বিউটি আহমেদ, যুবলীগ নেতা রুহুল আমিন বিপ্লব, পৌর যুবলীগের সম্পাদক যুগ্ম আহবায়ক হাসিবুল হাসান বুলেট, জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, যে কোন মূল্যে জামায়াত- বিএনপির নৈরাজ্য বিশৃঙ্খলা প্রতিহত করা হবে। বিএনপির আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না আওয়ামী লীগ। যদি সামনে তারা মানুষ হত্যার রাজনীতি শুরু করে তাহলে আওয়ামী লীগ তা শক্ত হাতে প্রতিহত করবেন।

Previous articleচলনবিলের জীববৈচিত্র সংরক্ষণে অ্যাওয়ার্ড পেলেন পরিবেশ কর্মী সাইফুল 
Next articleনাটোর জেলা যুব মৈত্রীর কমিটি গঠণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here