
নিজস্ব প্রতিবেদক:
অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটরি বকেয়া টাকা পরিশোধের দাবীতে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে অবসর প্রাপ্ত শ্রমিক কর্মচারীরা।
সকালে অবসরপ্রাপ্ত শ্রমিকদের ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাটোর সুগার মিলের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কল্যাণ সমিতির সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু রায়হান ভুলু সহ অন্যান্যেরা।
বক্তারা বলেন, দেশের ১৫টি চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের অন্তত ৪’শ কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে। এরমধ্যে নাটোর সুগার মিলের ৩৮৫জন শ্রমিকের অন্তত অর্ধকোটি টাকা।
অবসরে গেলেও শেষ জীবনের পরিবার পরিজন নিয়ে কস্টে জীবন যাপন করতে হচ্ছে। আগামী অক্টোবর মাসের মধ্যে সকল পাওনা পরিশোধ না করলে সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধের পাশাপাশি আমরন অনশনের কর্মসূচী দেওয়া হবে।
