
নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে পৃথক দূর্ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ৩জনের মৃত্যু হয়েছে। সোমবার সিংড়া ও লালপুর এবং গুরুদাসপুর উপজেলায় এই পৃথক তিনটি ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার সকাল ৭টার দিকে জমি দেখে বাড়ি ফিরছিলেন সিংড়ার ছাতুয়া গ্রামের বৃদ্ধ ইমান আলী। পথের পাশে একই গ্রামের কালাম হোসেনের হাঁসের খামারের চারপাশে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। অসাবধানতাবশত তারে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই ইমান আলীর মৃত্যু।
অপরদিকে, বেলা ১১টার দিকে লালপুরের ফুলবাড়ি গ্রামে নিজের মুরগীর খামারে বিদ্যুৎপৃষ্ট হয়ে রিনা রানী শীল নামে এক নারীর মৃত্যু হয়েছে। মুরগীর খামারে শেয়াল-বেঁজির উপদ্রব থেকে রক্ষা পেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন রিনা। অসাবধানতাবশত সেই ফাঁদেই বিদ্যুৎপুষ্ট হয়ে প্রাণ হারান তিনি।
এদিকে, সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু।
