
নিজস্ব প্রতিবেদক:
যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে নাটোরে পালিত হচ্ছে জাতির জনক বন্ধুবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী।
সকালে নাটোর জেলা আওয়ামীলীগের আয়োজনে কান্দিভিটুয়া অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য আর্পন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এসময় এক মিনিট নিরবতা পালন এবং মোনাজাত করা হয়।
এছাড়া বিভিন্ন সংগঠন রক্তদান কর্মসূচী, কাঙ্গালী ভোজ, গাছের চারা বিতরণ সহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিনটি পালন করছে।
