নাটোরে বিশ্ব পরিবেশ দিবস পালন

কাউছার হাবীব:

বিশ্ব পরিবেশ দিবস আজ। ১৯৭৪ সালে প্রথমবারের মতো দিবসটি উদযাপন করা শুরু হয়েছিল। এরপর থেকে প্রতি বছরই দিবসটি সারাবিশ্বের বিভিন্ন শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হয়।

এ বছর অন্যান্য জেলার মত নাটোরেও ”করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।

উপলক্ষ্যে বুধবার সকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তর এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক আবু নাসের ভুঁঞা, পরিবেশ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম সহ বিভিন্নজন।

Check Also

চাচার জোরে বিএনপির জনসভা মঞ্চে পলকের শালিক!

নাটোরে সিংড়ায় উপজেলা বিএনপি আয়োজিত জনসভার মঞ্চে দেখা গিয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক টেলিযোগাযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *