Home নাটোর সদর নাটোরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

নাটোরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

71
0
মানবাধিকার দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:
নানা আয়োজনে নাটোরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। শনিবার সকালে শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে কেক কেটে মানবাধিকার দিবস পালন করে জেলা মানবাধিকার বাস্তবায়ন কমিশন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, কমিশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অশোক কুমার ভদ্র, কমিশনের সাধারণ সম্পাদক সুবীর বর্ধন মুন, সাংবাদিক রনেন রায়, তেবাড়িয়া ইউপি চেয়ারম্যান ওমর আলী প্রধানসহ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এ অবস্থার পরিবর্তন করতে হলে সবাইকে সচেতন হতে হবে। প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে কাজ করার সাথে সাথে মানবাধিকার লঙ্ঘন রোধে প্রতিবাদ মুখর হতে হবে। তবেই মানুষ তার মর্যাদা পাবে এবং মানবাধিকার প্রতিষ্ঠিত হবে।

এছাড়া মানবাধিকার বাস্তবায়ন প্রতিষ্ঠানের উদ্যোগে সদর উপজেলা পরিষদ এলাকা থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে যায়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Previous articleনাটোর জেলা যুব মৈত্রীর কমিটি গঠণ
Next articleদর্শক শূন্য বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here