
নিজস্ব প্রতিবেদক
নাটোরে এখনও পুরো দমে শুরু হয়নি কাঁচা চামড়ার বেচা-কেনা। আশ-পাশের জেলা থেকে প্রতিদিনই নাটোরের চকবৈদ্যনাথের আড়তের আসছে লবনযুক্ত চামড়া। তবে স্থানীয় পর্যায়ে বেচা-কেনা শুরু হলেও দেখা মিলছে না ট্যানারি মালিকদের।
এদিকে, সরকার নির্ধারতি দামের চেয়ে কাঁচা চামড়ার দাম বৃদ্ধি পেয়েছে নাটোরে। গত দু’দিন ধরে সরকার নির্ধারিত গরুর কাঁচা চামড়া ৩৫ থেকে ৪০টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ৫০টাকায় এবং খাসি ১৮ থেকে ২০টাকার পরিবর্তে ২০ থেকে ২২টাকায় বিক্রি হচ্ছে।
নাটোর চামড়া ব্যবসায়ী গ্রুপের প্রধান উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম হিরু বলেন, এখন পর্যন্ত কোন ট্যানারি মালিক বা তাদের প্রতিনিধিরা আমাদের সাথে যোগাযোগ করেনি। স্থানীয় ভাবে কিছু চামড়ার বেচা-কেনা হচ্ছে। তবে আগের চেয়ে দাম বৃদ্ধি পেয়েছে। তবে এফবিসিসিআই এর সাথে বৈঠকের পর ট্যানারি মালিকদের চামড়া ক্রয় করা নির্ভর করছে বলে জানান ।
