Home শিরোনাম নাটোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

নাটোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

125
0
অগ্নিকান্ডে ১৩দোকান

নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস হয়ে পড়েছে দোকান মালিকরা।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, শরিবার রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের‌ মাধ্যমে বাঙ্গাবাড়িয়া বাজারে আগুনের সূত্রপাত হয়। পরে বিকট শব্দে মুহূর্তেই আগুন অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় এলাকাবাসিরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেড়ে যায়। পরে রাত দেড়টায় নাটোর ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় ১৩টি দোকানের সব মালামাল ভস্মিভুত হয়। অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর আলী প্রধান। তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ১৩ হাজার টাকা প্রদান করেন।

Previous articleগুরুদাসপুরে ২০টি সাদাবক পাখি উদ্ধার: ৭টি ফাঁদ ধ্বংস
Next articleনাটোরে পালিত হয়েছে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here