
নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর শহরের একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে ভূয়া ম্যাজিস্ট্রেট সহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
নাটোর থানার ওসি তদন্ত আব্দুল মতিন সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে আরো ৪ সহযোগী মাহবুবুর আলম,আতিকুর রহমান,মনিরুজ্জামান ও আরিফুর রহমান সহ দুপুরে নাটোর শহরের পৌরসভা মোড়ে অবস্থিত মেমোরী ডায়াগনস্টিক সেন্টারে যান।
সেখানেতারা স্বাস্থ্যসেবা নিয়ে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা অভিযোগ তুলে জরিমার ভয় দেখান।তাদের আচরনে ডায়গনস্টিকের মালিক হাবিবুর রহমান শেলির সন্দেহ হলে সে পুলিশে খবর দেয়।পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
ওসি জানান,আটককৃতরা নিজেদেরকে আন্তর্জাতিক মানবাধিকার ও গোয়েন্দা সংবাদ সংস্থার পরিচয় দিয়ে প্রতারনার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। তাদের ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে
