Home সাহিত্য ও সংস্কৃতি নাটোরে মঞ্চস্থ হলো গণহত্যার নাট্যরুপ ‘শহীদ সাগর’

নাটোরে মঞ্চস্থ হলো গণহত্যার নাট্যরুপ ‘শহীদ সাগর’

274
0
গণহত্যা নাটক শহীদ সাগর

নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধে গণহত্যা নিয়ে নাটোরে মঞ্চস্থ হয়েছে ‘শহীদ সাগর’ নামে একটি নাটক। গতরাতে জেলার নর্থবেঙ্গল সুগার মিলস উচ্চ বিদ্যালয় মাঠে এই নাটক মঞ্চস্থ হয়।

১৯৭১ সালের ৫ মে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলস্ এর প্রশাসক লেফটেন্যান্ট আনোয়ারুল আজীমসহ মোট ৪২ জনকে ব্রাশ ফায়ার গণহত্যা করে পাকবাহিনী। এই গণহত্যাকে নাট্যরুপ দিয়ে পরিবেশ থিয়েটার ‘শহীদ সাগর’ প্রদর্শনীর আয়োজন করে।

এসময় বিপুল সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন। নাটকটির রচয়িতা ও নির্দেশক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মামুন রেজা।

এরআগে জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রান অতিথির বক্তব্য রাখেন, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এছাড়া নর্থ বেঙ্গল সুগার মিলস্ এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবীর এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আব্দুর রউফ, লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি সহ অন্যন্যরা।

Previous articleআইএফএসডি ফাউন্ডেশনের ফ্রি মেডিকেলে চিকিৎসা পেল এতিম শিশুরা
Next articleনাটোরে পায়ুপথে ১০ লাখ টাকার হেরোইন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here