
নিজস্ব প্রতিবেদক:
‘শ্রমিক মালিক একতা -উন্নয়নের নিশ্চয়তা’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্য জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার আয়োজনে আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পন, দোয়া, নিরাবতা পালন করা হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে ফিরে যায়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, সাধারণ সম্প্দক শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি , জেলা শ্রমিক লীগ সভাপতি মাইনুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসসহ নেতা-কর্মীরা।
