
নিজস্ব প্রতিবেদক:
নাটোরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক কেজি ২৯০গ্রাম হেরোইন সহ মাসুম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। উদ্ধারকরা হেরোইনের আনুমানিক মূল্যে এক কোটি ২৯লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
আটক মাদক ব্যবসায়ী মাসুম বগুড়া জেলার পাল্লাপাড়া এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল নাটোর সদর উপজেলার বাবুর পুকুরপাড় বনলতা ফিলিং ষ্টেশন এর সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ী তল্লাশি করে। এসময় যাত্রীবাহী মাছরাঙ্গা পরিবহণ নামের বাস থেকে একজন ব্যক্তি মূল দরজা দিয়ে নেমে পালানোর সময় এক যুবককে আটক করে তারা।
পরে ওই ব্যক্তির দেহ তল্লাশি করে একটি সোয়েটারের ছেড়া হাতার ভিতরে বিশেষভাবে রক্ষিত সাতটি স্বচ্ছ সাদা রংয়ের পলিথিন ব্যাগের ভিতর থেকে ১ কেজি ২৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় মাদক ব্যবসায়ী মাসুমকে। আটককৃত মাদকের আনুমানিক মূল্যে এক কোটি ২৯লক্ষ টাকা বলে জানিয়েছে র্যাব।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
