Home জেলা সংবাদ নাটোরে মাদক বিরোধী সমাবেশ থেকে মাদককে না বলি শপথ

নাটোরে মাদক বিরোধী সমাবেশ থেকে মাদককে না বলি শপথ

318
0

নিজস্ব প্রতিবেদক,
যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে নাটোরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শতাব্দী প্রাচীন নাটোর মহারাজা জগদিন্দ্রনাথ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে মাদককে না বলি শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।

সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রগামী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগাতে মাদকমুক্ত যুব সমাজ চাই। মাদকমুক্ত থাকার পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে হবে। তবেই দেশের উন্নয়ন হবে টেকসই।

প্রতিষ্ঠানের গভর্ণিং বডি’র সভাপতি মোঃ জাহিদুর রহমান জাহিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম, সদর থানার (ওসি) অফিসার কাজী জালাল উদ্দীন আহমেদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর সার্কেলের পরিদর্শক লুৎফর রহমান প্রমুখ।

পরে প্রতিষ্ঠানের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ বিতরণ করেন অতিথিরা।

Previous articleপ্রতিবন্ধি ও আদিবাসীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ
Next articleনর্থ বেঙ্গর সুগার মিলস্ লিঃ শ্রমিক ইউনিয়ন নির্বাচন, সভাপতি কাউসার ও সাঃ সম্পাদক পিন্টু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here