
নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মাস্ক না পড়ায় ৫১জন ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে শহরের মাদ্রাসা মোড়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এই জরিমানা করেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম।
ইউএনও জাহাঙ্গীর আলম জানান, সরকারী স্বাস্থ্যবিধির মধ্যে বাহিরে অবশ্যই মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশনা রয়েছে। কিন্তু সাধারণ মাস্ক ছাড়াই বেশির ভাগ বাহিরে ঘোরা ফেরা করছে। এতে করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এই অবস্থায় সকলের মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য শনিবার দুপুরে শহরের মাদ্রাসা মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক ব্যবহার না করার অপরাধে ৫১জন কে ৫হাজার ৬’শ টাকা জরিমানা করা হয়।
