Home খেলার খবর নাটোরে মাস ব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের সনদ বিতরণ

নাটোরে মাস ব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের সনদ বিতরণ

503
0

ক্রীড়া প্রতিবেদকঃ
নাটোরে হকি, ফুটবল এবং ব্যাডমিন্টনের মাসব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শেষে সনদ বিতরণ করা হয়েছে।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার বিকেলে শংকর গোবিন্দ চৌধুরি স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।
জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের পরিচালনায় সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল সহ অন্যন্যেরা। অনুষ্ঠানে অনুভুতি ব্যক্ত করেন প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা।

গত ৫মে শুরু হওয়া এই প্রশিক্ষণ ক্যাম্পে অনুর্দ্ধ-১৪ হকিতে ৩৫জন, অনুর্দ্ধ-১৬ ফুটবলে ৩০জন এবং অনুর্দ্ধ-২০ ব্যাটমিন্টনে ৩৫জন অংশ গ্রহন করেন।
আবাসিক প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন হকিতে রায়হান উদ্দিন, ফুটবলে বাবুল আকতার এবং ব্যাটমিন্টনে ইমরান শেখ।
আগামীতে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণের আয়োজনের পাশাপাশি ভাল মানের খেলোয়ার তৈরীতে ক্রীড়া সংস্থা ভূমিকা রাখবে এমন প্রত্যাশা।করেন ক্রীড়ামোদিরা।

Previous articleজাকিরের আম চিঠিতে মুগ্ধ সবাই
Next article৮ মাসের শিশু তাহা জানেনা তার মা আর বাড়ি ফিরবেনা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here