Home জেলা সংবাদ নাটোরে মিলন হত্যা: ৯ দিন পর রহস্য উদ্ঘাটন পুলিশের

নাটোরে মিলন হত্যা: ৯ দিন পর রহস্য উদ্ঘাটন পুলিশের

1759
0

নিজস্ব প্রতিবেদক
নাটোরে পরিত্যাক্ত সরকারী কোয়ার্টারে যুবক মিলন হোসেন হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মিলন হোসেনের এ্যাকাউন্টে আউট সোর্সিং-এর মাধ্যমে উপার্জিত টাকা না পেয়ে বিরোধের জের ধরে তার বন্ধু নাটোর শহরের বড়গাছা এলাকার খোকন চন্দ্র শীলের ছেলে সাহস শীল ও তার মামাতো ভাই কুষ্টিয়ার মীরপুর থানার চিতলিয়া গ্রামের শ্যামল কুমার বিশ্বাসের ছেলে পার্থ বিশ্বাস তাকে নৃসংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার ৯ দিন পর এই রহস্য উদ্ঘাটন করে পুলিশ। নিহত মিলন হোসেন সদর উপজেলার সিঙ্গারদহ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা ১৬৪ ধারায় জবানবন্দীতে মিলন হোসেনকে হত্যার দায় স্বীকার করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রেস ব্রিফিং-এ বলা হয় গ্রেফতারকৃত দুইজন তাদের স্বীকারোক্তিমুলক জবানবন্দীতে জানায়, মিলন হোসেনের এ্যাকাউন্টে আউট সোর্সিং-এর মাধ্যমে উপার্জিত টাকা না পেয়ে সাহস শীল তার বন্ধু মিলন হোসেনকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সে তার মামাতো ভাই কুষ্টিয়ার মীরপুর থানার চিতলিয়া গ্রামের শ্যামল কুমার বিশ্বাসের ছেলে পার্থ বিশ্বাসকে ডেকে আনে। এরপরে গত ৯ আগস্ট সন্ধ্যায় মোবাইল করে মিলনকে পরিত্যাক্ত ওই ভবনে ডেকে নিয়ে দুইজনে মিলে খুন করে।

প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিনসহ অন্যান্যরা।

উল্লেখ্য গত ১০ আগষ্ট শনিবার রাত ৮ টার দিকে শহরের আলাইপুর এলাকার একটি পরিত্যাক্ত সরকারী কোয়ার্টার থেকে পুলিশ অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে। মরদেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থল থেকে পুলিশ দুই জোড়া স্যান্ডেল, একটি লাঠি ও দড়ি উদ্ধার করে। এর পর থেকে ঘটনার তদন্তে পুলিশ মাঠে নামে।

Previous articleদখলে নাটোর ইনডোর স্টেডিয়াম: অনুশীলন করতে পারছেনা খেলোয়ার
Next articleসিংড়ায় সেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here