
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং চেতনায় উদ্বুদ্ধ করতে নাটোর জেলা তথ্য অফিসের আয়োজেন অনুষ্ঠিত হয়েছে “ এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” বিষয়ে অনুষ্ঠান।
সকালে নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের উপর চলচ্চিত্র প্রদর্শন, কু্ইজ প্রতিযেগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের উপর গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা মকসেদ আলী মোল্লা।
নাটোর জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার আখতার হোসেন, সহকারী কমিশনার ( শিক্ষা ও কল্যান) জোবায়দা সুলতানা, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জি.এম ইস্রাফিল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার আব্দুল আউয়াল।
