
নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে যুবলীগ নেতা হাসান আলী হত্যা মামলার পলাতক আসামি মেহেদি হাসান এবং মোটর সাইকেল ও ভ্যান চোর চক্রের আরো ৫ সদস্যকে আটক করেছে র্যাব ও পুলিশ।উভয় সংস্থার ব্রিফিংয়ে জানানো হয়,দুপুরে সদর উপজেলার দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় যুবলীগ নেতা হাসান আলী হত্যা মামলার পলাতক আসামি মেহেদি হাসানকে আটক করে র্যাব।
এর আগে গত রাতে শহরের মাদ্রাসা মোড় এলাকায় অভিযন চালিয়ে চোরাই মোটরসাইকেল সহ মোটরসাইকেল চোর চক্রের সদস্য সিহাবকে আটক করে র্যাব।এদিকে গত রাতে শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেলাল,রেকাব,নহির ও পলাশ নামে আটোভ্যান চোর চক্রের ৪ সদস্যকে আটক করে পুলিশ।
