Home শিরোনাম নাটোরে যুব ও ছাত্র অধিকার পরিষদের মানববন্ধনে বাধা

নাটোরে যুব ও ছাত্র অধিকার পরিষদের মানববন্ধনে বাধা

107
0
ছাত্র অধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর উপজেলার যুব অধিকার পরিষদের সদস্য নিহত নুরসাত প্রামানিকের হত্যার বিচার দাবীতে নাটোরে মানববন্ধনে বাধা প্রদান করেছে আওয়ামীলীও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আজ বিকেলে ৪টার দিকে কেন্দ্রীয় মসজিদের সামনে মানববন্ধন করতে লাগলে বাধা প্রদান করে তারা। এসময় তাদের ব্যানার ও মাইক কেড়ে নিয়ে ছত্রভঙ্গ করে দেয় তারা।

এরআগে জেলা যুব ও ছাত্র অধিকার পরিষদের ব্যানারে কেন্দ্রীয় মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এসময় বক্তব্য দেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক আতাউল্লাহ, অধিকার পরিষদের যুগ্ন সদস্য সচিব মেহেদি হাসান সহ দলটির নেতা কর্মীরা।

এসময় তারা যুব অধিকার পরিষদের সদস্য নিহত নুরসাত প্রামানিকের হত্যার বিচার দাবী করে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান। শনিবার সকালে আমহাটী এলাকায় রেল লাইনের পাশ থেকে নুরসাতের লাশ উদ্ধার করে পুলিশ।

Previous articleভাইরালের পর চাপে ছিলেন শিক্ষক-শিক্ষার্থী দম্পতি
Next articleনলডাঙ্গায় ৪৮শিক্ষার্থীকে বেতাঘাতঃ তদন্ত কমিটি গঠণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here