
নিজস্ব প্রতিবেদক,
ক্যাম্প ফায়ার ও মহাতাঁবু জলসার মধ্য দিয়ে নাটোরে শেষ হলো ৭ দিনব্যাপী রোভার স্কাউটদের ষষ্ঠ জেলা রোভার মুট। শনিবার রাতে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট ক্যাম্পাসে সাস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজী, ফা্নুস উড়ানো ও ক্যাম্প ফায়ারের মাধ্যমে শেষ হয় এবারের ক্যাম্প।
বর্নাঢ্য এ সমাপনী অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ, জাতীয় স্কাউট উপ কমিশনার আবু সালেহ মোহম্মদ মহীউদ্দিন সহ বেশ কয়েকজন উপসচিব ও স্কাউটের জাতীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গত ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এবারের রোভার মুটে নাটোর ও নওগাঁ জেলার ৩ শতাধিক রোভার স্কাউট অংশ গ্রহণ করেন।
