Home জেলা সংবাদ নাটোরে শেষ হল ৫দিনের শারদীয় দুর্গোৎসব

নাটোরে শেষ হল ৫দিনের শারদীয় দুর্গোৎসব

402
0

নিজস্ব প্রতিবেদক
পূজা-অর্চনা,অঞ্জলী প্রদান আর সিঁদুর খেলার মধ্য দিয়ে নাটোরে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ৫দিনের শারদীয় দুর্গোৎসব।

শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে ঢল নামে সনাতন ধম্বালম্বীদের। সকালে ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাদশমী পূজা সম্পন্ন হয়।

এর পর অঞ্জলী, দর্পন বিসর্জন, প্রথা অনুযায়ী হাতে অপরাজিতা বাঁধা ও সিঁদুর খেলার মাধ্যমে বিষন্ন মনে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা।

এবারে জেলায় ৩৬৬টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়। পূজায় জেলা পুলিশের পক্ষ থেকে ৫স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিকেলে বিসর্জনের মধ্যমে শেষ হবে সনাতন ধম্বালম্বীদের সবচেয়ে বড় এই উৎসব।

Previous articleবুলু বেগম’র পদ্মফুল ও ইতিকথা
Next articleনাটোরে শেষ হল ৫দিনের শারদীয় দুর্গোৎসব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here