Home নাটোর সদর নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

316
0
সড়ক দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর উপজেলার ডাক মারা গোরস্থান এলাকায় সড়ক দুর্ঘটনায় মুকুল আলী মন্ডল নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সকালে গোরস্থান চন্দ্রকলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে একডালা এলাকায় প্রাণ কোম্পানি থেকে মাকে নিয়ে ফেরার পথে ডাকমারা গোরস্থান-চন্দ্রকলা আঞ্চলিক সড়কে ইট বোঝাই ট্রলি পিছন থেকে এসে মোটরসাইকেল ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মুকুল আলী মন্ডল মারা যায়। এ সময় মোটর সাইকেল আরোহী মাকে গুরুতর আহত অবস্থায় নাটোর সদর মেডিকেলে পাঠানো হয়। নিহত মো: মুকুল আলী মন্ডল রুয়েরভাগ গ্রামের ওমেদ আলী মণ্ডলের ছেলে।

Previous articleভেজাল বীজ কারখানায় ছয়লাভ সিংড়া!
Next articleনাটোরে দু’জন ভূয়া চিকিৎসককে জরিমানা ও কারাদন্ড : সীলগালা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here