
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ একমাস পর প্রাথমিক বিদ্যালয় ছাড়া আজ থেকে নাটোরে খুলেছে স্কুল-কলেজ। কঠোর স্বাস্থ্যবিধির মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে ক্লাশ। তবে বেশির ভাগ শিক্ষার্থীর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ সম্পন্ন না হওয়ার কারনে বিদ্যালয়ে আসতে পারেনি। এতে করে ওই সব শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
তবে বিদ্যালয় কর্তৃপক্ষরা বলছে, যারা টিকার দ্বিতীয় ডোজ শেষ করতে পারেনি, তাদের জন্য অনলাইন ক্লাশের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াসোমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্লাশগুলো আপলোড দেওয়া হচ্ছে। এছাড়া অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের পড়া-লেখা নিশ্চিত করা হচ্ছে। তবে দ্রুত দ্বিতীয় ডোজ কমপ্লিট করা সম্ভব হলে পুরোপুরি শিক্ষা কার্যক্রম পরিচালনা সম্ভব।
জেলা সিভিল সার্জন অফিস জানায়, জেলায় মোট ১লাখ ৭৩হাজার ২১১জন শিক্ষার্থীর করোনার প্রথম ডোজ সম্পন্ন হয়। খন চলছে দ্বিতীয় ডোজের কার্যক্রম। তবে এখন পর্যন্ত মোট ২৫হাজার ৫২১জন শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজের আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে।
