
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্যকে নাটোরের লালপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। এসময় ভূয়া নিয়োগপত্, মোবাইল ফোন জব্দ করেছে র্যাব।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন জানান, লালপুর উপজেলার ফুলবাড়ি এলাকার প্রতারক রোকন সরকার এবং বাগাতিপাড়ার আশিক আলী সেনাবাহিনী চাকুরি দেওয়ার নাম করে দীর্ঘ দিন ধরে তারা টাকা হাতিয়ে আসছিল।
সম্প্রতি বাগাতিপাড়া উপজেলার চাকুরি প্রার্থী সোহান আহমেদ এবং মহাসীনকে বাংলাদেশ সেনাবাহিনীর মেসওয়েটার ও পাম্প অপারেটর পদে চাকুরি দেওয়ার নাম করে দুই জনের কাছ থেকে প্রায় ১২লাখ টাকা হাতিয়ে নেয়। এসময় তাদেরকে দুটি ভূয়া নিয়োগপত্র দেয় প্রতারক চক্র। পরে চাকুরিতে যোগদান করতে গেলে নিয়োগপত্রটি ভুয়া প্রমানিত হয়।
এই ঘটনায় বাগাতিপাড়া থানায় প্রতারক রোকন সরকার ও আশিক আলীর নামে মামলা দায়ের করে ভুক্তভোগিরা। পরে অভিযান চালিয়ে লালপুরের ধুপইল বাজার থেকে এই দুই প্রতারককে গ্রেফতার করে র্যাব।
