
নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বিভিন্ন শ্রেণী পেশার ৫০০দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। দুপুরে নাটোর শহরের কান্দিভিটা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাথারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান,সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ও রত্না আহমেদ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলের নেতা কর্মিদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল গুহ বলেন, নির্বাচন আসছে,ষড়যন্ত্র শুরু হয়েছে।সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবেনা বলে দাবি করেন তিনি।
