
নিজস্ব প্রতিবেদক:
পুলিশ নিয়োগের সময় আসলেই সরগরম পড়ে যায় চাকুরি প্রার্থীদের মধ্যে। পুরো জেলা জুড়ে চলে নানা কথা আর দৌড় ঝাঁপ। চাকুরি পেতে সংসদ সদস্য, মন্ত্রী পর্যন্ত জোর তদবির করে চাকুরী প্রার্থী ও তাদের স্বজনরা। এই সুযোগে তৎপরও হয়ে উঠে এক শ্রেণীর দালাল ও প্রতারক চক্র। সাত থেকে ১০লাখ টাকা দিয়ে নিয়োগ দেওয়া হবে এমন প্রচারনাও চলে জোরেশোরে।
তবে এবার অতিতের সকল রেকর্ড ভেঙ্গে পুলিশ সদস্য নিয়োগ করতে চায় নাটোর জেলা পুলিশ। শুধু মাত্র এক’শ টাকার বিনিময়ে যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকুরী দেওয়ার ঘোষনা দিয়েছেন নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।
এজন্য গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকুরী দেওয়ার প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে জেলা পুলিশ। দালাল এবং প্রতারক চক্র হইতে নাটোরবাসীকে সাবধান হতে আহবানও জানিয়েছেন পুলিশ সুপার।
তিনি জানান, স্বচ্ছতার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে। এজন্য মাত্র ১০০ টাকা খরচ হবে যা সরকার নির্ধারিত ফি। এই ফি ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে।
তবে সচেতন নাটোরবাসী বলছে, পুলিশ কনস্টেবল পদে নিয়োগে রাজনৈতিক প্রভাবমুক্ত হলে তবেই স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ করা সম্ভব। এজন্য রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। তাহলে যোগ্যতা ও মেধাবী পুলিশ সদস্য এই বাহিনীতে স্থান পাবে।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানা যায়, আগামী ২২জুন নাটোর পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নাটোর জেলার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে । উক্ত নিয়োগ পরীক্ষায় পুরুষ পদে ২৩ জন, নারী পুলিশ সদস্য পদে ৪ জন, বিশেষ কোটায় অপূরণকৃত পদে পুরুষ ২৪ জন, নারী পুলিশ সদস্য পদে ১৮ জন সহ সর্বমোট ৬৯ জন পুলিশ সদস্য নিয়োগ করা হবে । ওই দিনই শারীরিক, লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে তিন ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে। এজন্য মাত্র ১০০ টাকা খরচ হবে যা সরকার নির্ধারিত ফি। এই ফি ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। এছাড়া নিয়োগ পেতে বাড়তি কোন টাকা লাগবেনা বলেও সাফ জানিয়েছেন জেলা পুলিশ।
সূত্র জানায়, পুলিশ সদস্য নিয়োগ সংক্রান্তে দালাল, প্রতারক কিংবা কোন রকম অর্থ সংক্রান্ত লেনদেনের তথ্যের জন্য দুটি হট লাইন চালু করেছে জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আকরামুল হোসেন, মোবাইলঃ ০১৭১৩-৩৭৩৮৫২ এবং নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, মোবাইলঃ ০১৭১৩-৩৭৩৮৫৪ এ নিয়োগ সংক্রান্ত যে কোন তথ্য জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। তবে সংবাদদাতার নাম গোপন রাখা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
এবিষয়ে পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, বিপিএম, পিপিএম-বার বলেন, পুলিশ সদস্য নিয়োগে স্বচ্ছতা আনতে দালাল ও প্রতারক চক্র হইতে নাটোরবাসীকে সাবধান করা হয়েছে। যে কোন প্রার্থী শুধু মাত্র এক’শ টাকায় আবেদন করে তিন ক্যাটাগরিতে উত্তীর্ণ হলে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ পাবে। পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেতে কোন টাকা পায়সা লাগবেনা।
তিনি আরও বলেন, পুলিশ কনস্টেবল পদে নিয়োগ নিয়ে এক শ্রেণীর দালাল ও প্রতারক চক্র এই সময় সক্রিয় হয়ে উঠে। এসব দালাল ও প্রতারক চক্রদের তথ্য দিতে দুটি হট লাইন চালু করা হয়েছে। গোপন রেখে কেউ তথ্য দিলে, সে তথ্য যাচাই-বাছাই করে প্রতারক ও দলাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
